বিভাগদী উচ্চ বিদ্যালয়
স্থাপীত:১৯৬৯
প্রধান শিক্ষক:আ: রহিম মোল্যা
পাশের হার৯২.১৯
সভাপতি:মো:সাহিন মিয়া
বিভাগদী উচ্চ বিদ্যালয় একটি স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মো: মজিবর রহমান মিয়ার ঐকান্তিক প্রচেষ্টা ও এলাকার শিক্ষানুরাগী লোকজনের চেষ্টয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়্। ০১-০১-১৯৭৪ সালে প্রথমে মাধ্যমিক পর্যায়ে পড়ানোর স্বকৃতি লাভ করে। এবং ১৯৮০ সালে প্রথমে বিজ্ঞান শাখ খোলার অনুমতি লাভ করে। ২০০৫ সালে বিদ্যালয়টিতে কম্পিউটার শাখা খোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি তথ্য-প্রযুক্তিতে সংযুক্ত হয়। বিদ্যালয়টিতে ২০১৩ সালে পাশের হার৯৪.৭৮%। প্রতিষ্ঠানটিতে মোট ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছে। বিদ্যালয়টি রয়েছে ছায়াঘেরা সুবিশাল বৃক্ষরাজির সমাবেশ। বিদ্যালয়টির দক্ষিন পাশদিয়ে বয়ে গেছে দেশী মাছে সমৃদ্ধ হাজার বছরের পুরানো নদী মাটিয়াদহ।
ক্র নং | শ্রেণী | ছাত্র/ছাত্রীর সংখ্যা |
১ | ৬ষ্ঠ | ১৭৬ |
২ | ৭ম | ১১৪ |
৩ | ৮ম | ১১৩ |
৪ | ৯বম | ৮৩ |
৫ | ১০ম | ৫৮ |
ক্র নং | নাম | পদবী |
১ | জনাব মো:শাহিনুর রহমান | সভাপতি |
২ | মো:আহাম্মদ ফকির | কো-অপ্ট সদস্য |
৩ | মো:বাদশা মোল্যা | অভিভাবক সদস্য |
৪ | মো;মুক্ত মোল্যা | " |
৫ | জনাব সেকেন্দার মাতুব্বর | " |
৬ | অশোক চক্রবর্তি | " |
৭ | মোসা;মমতাজ বেগম | " |
৮ | বাবু ভৌমিত কুমার | শিক্ষক প্রতিনিধি |
৯ | মো: নুরুল ইসলাম | " |
১০ | আনোয়ারা বেগম | মহিলা " |
১১ | আ: রহিম মোল্যা | সদস্য সচিব |
১২ | ||
১৩ | ||
১৪ | ||
১৫ |
ক্র নং | পাশের সাল | পাশের হার (এসএসসি) |
১ | ২০০৯ | |
২ | ২০১০ | ৮৫.১১% |
৩ | ২০১১ | ৬৩.৩৩% |
৪ | ২০১২ | ৭৮.৭২% |
৫ | ২০১৩ | ৯৪.৭৮% |
এলাকার সাধারন জনগনের মধ্যে শিক্ষার হার ১০০%। বিশেষ করে এলাকার মেয়েদের শিক্ষায় সবধরনের সুযোগ দেওয়ার মাধ্যমে মেয়েদের শিক্ষীত করে তোলা। প্রান্তিক লোকজনের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। প্রায় প্রতি বছর ই অষ্টম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত।
বিদ্যালয়টিকে বর্তমান সময়ের আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা। এবং পাশের হার শতকরা ১০০% করা।
ফরিদপুর থেকে কানাইপুর বাজার হয়ে নকুলহাটি ইউপি পরিষদ হয়ে বিভাগদী উচ্চ বিদ্যারয় এবং সালথা উপজেলা থেকে খেয়া ঘাট হয়ে গৌড়দিয়া বাজার হয়ে এবং ময়েনদিয়া থেকে বাহিরদিয়া মাদ্রাসা হয়ে বিভাগদী উচ্চ বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস