Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

সালথা, ফরিদপুর। 


সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

১। ভিশন ও মিশন:

     রূপকল্প (Vision): দক্ষ ও কার্যকর জনপ্রশাসন।

     অভিলক্ষ্য (Mission): নিয়োগ, প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে একটি দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতামূলক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা।

 ২। সেবা প্রতিশ্রুতি:

 ২.১) নাগরিক সেবা 

ক্রমিক

নং

সেবার 

নাম

 

সেবা 

প্রদানের 

সময়সীমা

সেবা প্রদান 

পদ্ধতি    

প্রয়োজনীয় কাগজপত্র /

 আবেদন ফর্ম প্রাপ্তিস্থান


সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি 

(যদি থাকে)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 (নাম, পদবী, মোবাইল 

নম্বর ও ই-মেইল)


ঊর্ধ্বতন কর্মকর্তা

 (নাম, পদবী, মোবাইল 

নম্বর ও ই-মেইল)

০১

প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন 

খরচ, 

চিকিৎিসা সংক্রান্ত ও অন্যান্য 

অনুদান প্রদান।

০১ (এক) 

কার্যদিবস

 ১.। সাদা কাগজে আবদেন 

 ২। প্রয়াত মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সনদ

 ৩। দাবীকৃত স্থানের মৃত্যুর সনদ

 ৪। স্থান অনুযায়ী খরচের ভাউচার

 ৫। ওয়ারিশ সনদপত্র 

সাদা কাগজ উপজেলা নির্বাহী 

অফিস হতে সরবরাহ করা হয়

অন্যান্য কাগজ নিজ উদ্যোগে 

সংগ্রহ করতে হবে।

বিনামূল্যে

উপজেলা নির্বাহী 

অফিসার, 

সালথা, ফরিদপুর।

০১৭০১-৬৭০০২৯

unosaltha@mopa.gov.bd 

জেলা প্রশাসক, ফরিদপুর

+৮৮০১৭৪১-১১৮৮৮৬

০৬৩১৬৩০১১ (বাসা)

০৬৩১৬৩০২২ (অফিস)

০৬৩১৬৩০৮৬ (ফ্যাক্স)

dcfaridpur@mopa.gov.bd

০২

জন্ম নিবন্ধন সংশোধন অনুমোদন

০৩ (তিন) 

কার্যদিবস

১। জন্ম-নিবন্ধন সংশোধনের নির্ধারিত 

আবেদন ফরম

২।  জন্ম-নিবন্ধন সংশোধন সংশ্লিষ্ট কাগজপত্র (জাতীয় পরিচয় পত্র,  শিক্ষাগত সনদপত্র, টিকা কার্ড)

আবেদনের ঠিকানা: https://bdris.gov.bd/
অথবা সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন/ ডিজিটাল সেন্টার

সরকার কর্তৃক নির্ধারিত ফি এর তালিকাঃ

বাবদ
হার 
আদায়কৃত টাকার 
পরিমাণ 
জন্ম বা মৃত্যুর ৪৫(পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির
০.০০/- টাকা ০.০/- টাকা 
জন্ম  ও মৃত্যুর ৪৫(পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫( পাঁচ) বছর
২৫.০/-টাকা  ০.০/- টাকা
জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে )
৫০.০/- টাকা  ০.০/- টাকা
জন্ম তারিখ সংশোধন এর জন্য আবেদন ফি
১০০.০/- টাকা  ০.০/- টাকা
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি
৫০.০/- টাকা ৫০.০/- টাকা
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুল সনদ বা তথ্য সংশোধন এরপর সনদের কপি 
সরবরা হ
০.০/- টাকা ০.০/- টাকা
বাংলা ও ইংরেজি উভয় ভাষায়
সনদের নকল সরবরাহ
৫০.০/- টাকা
০.০/- টাকা
ফি মওকুফ বা হ্রাস হলে আদেশের স্মারক নং ও তারিখঃ স্মারক নং - 25, তা রিখ - 02/03/2023
৫০.০/- টাকা
মোট 
০.০/- টাকা


-ঐ-

-ঐ-

০৩

জাতীয় গ্রন্থকেন্দ্র  থেকে বেসরকারী 

গ্রন্থাগারসমূহে বরাদ্দকৃত বই ও অন্যান্য

বিষয়ে সুপারিশ

০২ (দুই) 

কার্যদিবস

জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সরবরাহকৃত আবেদন ফরম

উপজেলা নির্বাহী অফিস

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

০৪

 

২০ একর পর্যন্ত সরকারী জলাশয় 

ইজারা

প্রতি বছর ১ মাঘ 

হতে ৩০ চৈত্র 

পর্যন্ত বিজ্ঞপ্তি 

প্রচার করে ৩ (তিন) 

বছরের জন্য ইজারা 

প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিস থেকে নির্ধারিত 

দরপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিস

দরপত্রে উল্লেখিত  নির্ধারিত দরপত্র মূল্য নগদ/চালানের মাধ্যমে 

জমা দিতে হবে।

-ঐ-

-ঐ-

 

০৫

কৃষি খাস জমি বন্দোবস্ত 

প্রদান

৪৫ (পঁয়তাল্লিশ) 

কার্যদিবস

 ১। উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত বন্দোবস্ত নথি

 ২। আবেদনকারীর স্বামী/স্ত্রীর যৌথ ছবিসহ আবেদন ১কপি

 ৩। আবেদনকারী ভূমিহীন মর্মে চেয়ারম্যান/মেয়র এর প্রত্যয়ন ১কপি

 ৪। আবেদনকারীর স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র 

সত্যায়িত ফটোকপি ১ কপি

 ৫। ভূমিহীন হিসেবে উপজেলা  কৃষি খাস জমির বন্দোবস্ত কমিটির সুপারিশ/কার্যবিবরণী

 ৬। স্কেচ ম্যাপ

উপজেলা ভূমি অফিস

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি

উপজেলা নির্বাহী অফিসার

সালথা, ফরিদপুর।

০১৭০১-৬৭০০২৯

unosaltha@mopa.gov.bd

 

জেলা প্রশাসক, ফরিদপুর

+৮৮০১৭৪১-১১৮৮৮৬

০৬৩১৬৩০১১ (বাসা)

০৬৩১৬৩০২২ (অফিস)

০৬৩১৬৩০৮৬ (ফ্যাক্স)

dcfaridpur@mopa.gov.bd bd

০৬

অকৃষি খাস জমি বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ

৬০ (ষাট) 

কার্যদিবস

উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত

১। সহাকরি কমিশনার (ভূমি) কর্তৃক সৃজিত বন্দোবস্ত নথি (নিম্নবর্ণিত 

দলিলাদিসহ)

২। ন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনসহ সাদা কাগজে আবেদন

৩। স্কেচ ম্যাপ

৪। প্রস্তাবিত জমির চতুদিকের কম বেশি ৫০০ গজ ব্যাসার্ধের অন্তর্ভুক্ত একটি ট্রেস ম্যাপ

৫। প্রস্তাবিত দাগ/দাগ সমূহের জমিকে 

রঙ্গিন কালি দিয়ে চিহিৃত করিতে হইবে।

৬। ট্রেস ম্যাপভূক্ত সকল দাগের জমির 

বর্তমান শ্রেণী, বর্তমান ব্যবহার ও জমির পরিমাণ উল্লেখ করতে হবে।

৭। সাব রেজিষ্ট্রার অফিস থেকে প্রাপ্ত গড় মূল্যের তালিকা

উপজেলা ভূমি অফিস

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি

-ঐ-

-ঐ-

০৭

অর্পিত সম্পত্তির ইজারা 

নবায়ন

 ০৭(সাত) 

কার্যদিবস 

১। সাদা কাগজে আবেদন

২। পূর্বে নেওয়া ডিসিআর এর ফটোকপি ১ কপি     

 

উপজেলা ভূমি অফিস

১। কৃষি ৫ টাকা /শতাংশ

২। অকৃষি ২০ টাকা/শতাংশ

৩। বাণিজ্যিক ৩০টাকা/শতাংশ

৪। পৌর এলাকায় ভিতর কৃষি ১০ টাকা/শতাংশ

৫। অকৃষি ৪০ টাকা/শতাংশ

৬। পাকাবাড়ি ৪ টাকা/বর্গফুট

উপজেলা নির্বাহী অফিসার

সালথা, ফরিদপুর।

০১৭০১-৬৭০০২৯

unosaltha@mopa.gov.bd

 

জেলা প্রশাসক, ফরিদপুর

০১৭৪১-১১৮৮৮৬

০৬৩১৬৩০১১ (বাসা)

০৬৩১৬৩০২২ (অফিস)

০৬৩১৬৩০৮৬ (ফ্যাক্স)

dcfaridpur@mopa.gov.bd bd

০৮

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ 

তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক বিতরণ

০৭ (সাত) 

কার্যদিবস

জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি

(কোন আবেদনের প্রয়োজন নেই)

উপজেলা নির্বাহী অফিসারের 

কার্যালয়

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

০৯

ধর্ম মন্ত্রণালয়  হতে মসজিদ/ মন্দিরের অনুকূলে প্রাপ্ত  বরাদ্দ বিতরণ


০৭ (সাত) 

কার্যদিবস

সংশ্লিষ্ট মসজিদ/মন্দির কমিটির সভাপতি/সেক্রেটারীর জাতীয় পরিচয়পত্রের ০১ কপি  সত্যায়িত ফটোকপি

(কোন আবেদনের প্রয়োজন নেই)

উপজেলা নির্বাহী অফিসারের 

কার্যালয়

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

১০

মহামান্য রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল হতে প্রাপ্ত চেক 

বিতরণ

০৭ (সাত) 

কার্যদিবস

অনুদান প্রাপ্ত তালিকাভূক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ০১কপি সত্যায়িত 

ফটোকপি

(কোন আবেদনের প্রয়োজন নেই)

উপজেলা নির্বাহী অফিসারের 

কার্যালয়

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

১১

নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মামলার 

নকল

০৩ (তিন) 

কার্যদিবস

 

সাদা কাগজে আবেদন

নির্বাহি ম্যাজিস্ট্রেট কোর্ট সদরপুর, ফরিদপুর।

আবেদনের জন্য ২০/- টাকার কোর্ট ফি এবং প্রতি পৃষ্ঠা নকলের জন্য ৪ টাকা হারে কোর্ট ফি

-ঐ-

-ঐ-

 

ক্র. নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময় 

(ঘণ্টা/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র           

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

ফি/চার্জেস

(টাকা জমাদানের কোড/খাত ও 

কখন প্রদান করতে হবে তা উল্লেখ করতে হবে)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর ও ই-মেইল)

উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে অভিযোগ জানানো/আপীল করা যাবে তাঁর পদবী, পোস্ট কোড, টেলিফোন নম্বও, ই-মেইল ঠিকানা)

১২

হাট-বাজারের চান্দিনা ভিটির প্রস্তাব প্রেরণ 

০৭ (সাত) কার্যদিবস

 

উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত চান্দিনা ভিটির মিস কেস

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি

২. ট্রেড লাইন্সে ফটোকপি ০১কপি

৩. অনুমোদিত পেরিফেরি নকশা

৪. ট্রেস ম্যাপ

উপজেলা ভূমি অফিস

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি

উপজেলা নির্বাহী অফিসার

সালথা, ফরিদপুর।

০১৭০১-৬৭০০২৯

unosaltha@

mopa.gov.bd

 

জেলা প্রশাসক, ফরিদপুর

০১৭৪১-১১৮৮৮৬

০৬৩১৬৩০১১ (বাসা)

০৬৩১৬৩০২২ (অফিস)

০৬৩১৬৩০৮৬ (ফ্যাক্স)

dcfaridpur@

mopa.gov.bd bd

১৩

এনজিও কার্যক্রম সম্পর্কিত প্রত্যয়ন

০৭ (সাত) কার্যদিবস

 

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক প্রণীত নির্ধারিত ফর্মে আবেদন

এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়

মৎস্য ভবন (৯ম তলা), ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী, রমনা, ঢাকা-১০০০

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি

-ঐ-

-ঐ-

১৪

শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ

০৩ (তিন) কার্যদিবস

১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন

২। পূর্ববর্তী কমিটি গঠন ও মেয়াদেও কাগজের সত্যায়িত কপি।

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

১৫

শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনয়ন

০২ (দুই) কার্যদিবস

১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন

২। পূর্ববর্তী কমিটি গঠন ও মেয়াদেও কাগজের সত্যায়িত কপি।

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

১৬

শিক্ষার্থীদের বনভোজনে যাওয়ার অনুমতি প্রদান

০১ (এক) কার্যদিবস

১। শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠান প্রধানের আবেদন।

২। শিক্ষার্থীদের অভিভাবকের সম্মতি পত্র।

৩। যে গাড়িতে গমন করবে সেই গাড়ির ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ।

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

 

 

 

ক্র. নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘণ্টা/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র                   

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

ফি/চার্জেস

(টাকা জমাদানের কোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখ করতে হবে)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর ও ই-মেইল)

উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে অভিযোগ জানানো/আপীল করা যাবে তাঁর পদবী, পোস্ট কোড, টেলিফোন নম্বও, ই-মেইল ঠিকানা)

১৭

একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ অনুমোদন

০১ (এক) কার্যদিবস

১। আবেদনকারীর ছবি ০১ (এক) কপি।

২। জাতীয় পরিচয়পত্র/জম্ম নিবন্ধন সনদের ফটোকপি -১ কপি।

৩। সমিতি ব্যবস্থাপনা কমিটির কার্যবিবরণী।                   

 

সংশ্লিষ্ট সমিতির কার্যালয়

বিনামূল্যে

উপজেলা নির্বাহী অফিসার

সালথা, ফরিদপুর।

০১৭০১-৬৭০০২৯

unosaltha@

mopa.gov.bd

 

জেলা প্রশাসক, ফরিদপুর

০১৭৪১-১১৮৮৮৬

০৬৩১৬৩০১১ (বাসা)

০৬৩১৬৩০২২ (অফিস)

০৬৩১৬৩০৮৬ (ফ্যাক্স)

dcfaridpur@

mopa.gov.bd bd

১৮

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তির আবেদন অগ্রগামীকরণ

০২ (দুই) কার্যদিবস

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত অনুদান ফরম

উপজেলা নির্বাহী অফিস

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

১৯

সাধারণ অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি

০৭ (সাত) কার্যদিবস

 

-

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

২০

যাত্রা/মেলা/সার্কাস সংক্রান্ত তদন্ত প্রতিবেদন

০৩ (তিন) কার্যদিবস

 

-

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

২১

সিনেমা/পেট্রোলপাম্প/ইটের ভাটা স্থাপন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রেরণ

০৩ (তিন) কার্যদিবস

 

-

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

২২

বয়স্ক ভাতা, বিধাব ও স্বামী প্ররিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত চেক স্বাক্ষরকরণ

০১ (এক) কার্যদিবস

উপজেলা সমাজসেবা অফিস হতে প্রাপ্ত

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

২৩

যুব ঋণ অনুমোদন ও বিতরণ

০১ (এক) কার্যদিবস

উপজেলা যুব উন্নয়ন অফিস হতে প্রাপ্ত

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ-

২৪

জেলা হতে প্রাপ্ত সার ডিলারদেও মাঝে উপ-বরাদ্দ প্রদান

০১ (এক) কার্যদিবস

উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত              

-

বিনামূল্যে

-ঐ-

-ঐ


 


মোঃ আক্তার হোসেন শাহিন
উপজেলা নির্বাহী অফিসার
 সালথা, ফরিদপুর।