দক্ষিণ সালথার শিক্ষার আলোকবর্তিকা ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ।
বহু চড়াই উৎরাই পেরিয়ে ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় 1981 সালে প্রতিষ্ঠা পায় । 1981 সালের পূর্বে ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়টি তিন বার বিভিন্ন কারণে ভেঙ্গে যায় । অত্র এলাকার প্রখ্যাত হিন্দু জমিদার বিদ্যুৎসাহী ব্যক্তিত্ব প্রয়াত দীননাথ হোড় 1967 সালে প্রথম স্কুলটি প্রতিষ্ঠা করেন । উচ্চ শিক্ষায় আগ্রহী যথেষ্ট ছাত্রাভাব এবং পাঠদানে স্বল্প মজুরীতে শিক্ষকের অভাবে দুই বছর পর স্কুলটি ভেঙ্গে যায় । পরবর্তীতে ১৯৭১ সালে প্রয়াত দীননাথ হোড়ের নাতী বাবু অরবিন্দ কর স্কুলটি প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হন । স্বাধীনতা যুদ্ধের ডামাডোলের কারণে এ উদ্যোগটিও ভেস্তে যায় । স্বাধীনতা পরবর্তী আবারও উদ্যোগী হলেন বাবু অরবিন্দ কর । নিজের চাকুরী জীবনের ব্যস্ততার কারণে ক্ষেত্রে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের আর্থিক এবং শারিরীক পরিশ্রমের সহযোগীতার সহিত স্বর্ণাক্ষরে যে নামটি আজীবন ইস্কুলের সহিত লেখা থাকবে তিনি এই ফুলবাড়ীয়া গ্রামের-ই কৃতি সন্তান তৎকালীন জ্বালানী ও বিদ্যুৎ মণ্ত্রনালয়ের মাননীয় সচিব বাবু অরবিন্দু কর । স্কুল প্রতিষ্ঠার পেছনে স্থানীয় যেসব ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁরা হলেন- জনাব মমিন ফকির (মৃত), জনাব রত্তন মিয়া (মৃত), বাবু অধীর কুমার হোড়, জনাব ফানোয়ার হোসেন মোল্লা (মৃত), জনাব মোঃ ফজলুল হক মোল্লা, জনাব মোঃ জয়নাল আবেদীন মোল্লা প্রমুখ । স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দাতাগণ হলেন- প্রয়াত বাবু অধীর কুমার শিকদার, প্রয়াত শতীষ শিকদার, প্রয়াত রণজিত কুমার শিকদার, প্রয়াত অমূল্যরতন চক্রবর্তী । স্কুলের আজীবন দাতা সদস্য হলেন প্রয়াত বাবু অমল কুমার শিকদার ।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র সংখ্যা | |
বালক | বালিকা | ||
01 | ষষ্ঠ শ্রেণী | 47 | 95 |
02 | সপ্তম শ্রেণী | 37 | 72 |
03 | অষ্টম শ্রেণী | 47 | 75 |
04 | নবম শ্রেণী | 31 | 19 |
05 | দশম শ্রেণী | 30 | 15 |
্
ক্রঃ নং | নাম | পদবী | কমিটির পদমর্যাদা | রমোবাইল নম্বর |
01 | মোঃ নুরুল ইসলাম | ইউ পি চেয়ারম্যান | সভাপতি | 01740805441 |
02 | মোঃ সালাউদ্দীন পান্নু মিয়া | গণ্যমান্য | সাধারণ সদস্য |
|
03 | মোঃ সিদ্দিক মিয়া | ইউপি সদস্য | সাধারণ সদস্য |
|
04 | আবুল কালাম মোল্লা | গণ্যমান্য | সাধারণ সদস্য |
|
05 | মোঃ সোবহান মোল্লা | গণ্যমান্য | সাধারণ সদস্য |
|
06 | মোসাঃ লিপি বেগম | গণ্যমান্য | সাধারণ সদস্য |
|
07 | বিমল চন্দ্র বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি | সাধারণ সদস্য |
|
08 | এ কে এম মহিউদ্দীন মিয়া | শিক্ষক প্রতিনিধি | সাধারণ সদস্য |
|
09 | মিনু রাণী বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি | সাধারণ সদস্য |
|
10 | মোহাম্মাদ আলী | প্রধান শিক্ষক | সদস্য সচিব | 01761719891 |
ক্রঃ নং | পরীক্ষার নাম | শিক্ষা বছর | পরিক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | শতকরা হার |
01 | SSC | 2009 | 34 | 27 | 79.41% |
02 | SSC | 2010 | 32 | 26 | 81.25% |
03 | SSC | 2011 | 41 | 39 | 95.12% |
04 | SSC | 2012 | 41 | 31 | 75.61% |
05 | SSC | 2013 | 45 | 39 | 86.76% |
ক্রঃ নং | পরীক্ষার নাম | শিক্ষা বছর | পরিক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | শতকরা হার |
01 | JSC | 2010 | 48 | 34 | 70.83% |
02 | JSC | 2011 | 64 | 53 | 82.81% |
03 | JSC | 2012 | 93 | 45 | 52.69% |
বিদ্যালয়ের মোট ছাত্রঃ 468 জন, উপবৃত্তি সুবিধা ভোগী ছাত্রঃ 468 জন, বালকঃ 192 জন, বালিকাঃ 276 জন ।
ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের অর্জন
*হাতের নাগালে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় মেয়ে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ।
*মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করে দেশ গড়ায় ভূমিকা রাখছেন
*সাধারণ শিক্ষিতদের ব্যক্তিগত জীবনমান উন্নত হয়েছে ।
*সহ শিক্ষা কার্যক্রমের ফলে এলাকার মানোন্নয়ন হয়েছে ।
*এলাকার নিরক্ষরতা দূরিভূত হয়েছে ।
ভবিষ্যত পরিকল্পণা
*নিজস্ব ও সরকারী সহযোগীতার মাধ্যমে নূতন অবকাঠামো নির্মাণ ও আসবাবপত্র তৈরী ।
*অস্টম শ্রেণী পর্যন্ত চালু করা ।
*শাখা পদ্ধতি চালু করে মান সম্মত শিক্ষা পদান ।
*শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চত করা ও "ঝরে পড়া" বন্ধ করা ।
*শতভাগ পাস নিশ্চিত করা ।
*প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতর করে তোলা ।
যোগাযোগ
* পত্র যোগাযোগঃ- ডাকঘরঃ ফুলবাড়ীয়া হাট-8140, উপজেলাঃ সালথা, জেলাঃ ফরিদপুর ।
* ল্যান্ড ফোনঃ নাই
* ফ্যাক্সঃ নাই
* মোবাইলঃ 01761719891 (প্রধান শিক্ষক)
* সড়ক যোগাযোগঃ ফরিদপুর জেলা সদর হ'তে সালথা উপজেলা সদর হয়ে সোনাপুর ইউনিয়নের পাকা রাস্তা ধরে ফুলবাড়ীয়া বাজার সংলগ্ন
* রেল যোগাযোগঃ নাই
* নৌ যোগাযোগঃ নাই
* ই-মেইলঃ fulbariahs@gmail.com
ক্রমিক নং | মেধাবী ছাত্রের নাম | শিক্ষাবর্ষ | শ্রেণী |
01 | অংকিতা দাস | 2013 | ষষ্ঠ |
02 | মোঃ মাসুম বিল্লাহ্ | 2013 | সপ্তম |
03 | মোঃ তরিকুল ইসলাম | 2013 | অষ্টম |
04 | আব্দুর রহীম তালুকদার | 2013 | নবম |
05 | মোঃ রফিকুল ইসলাম | 2013 | দশম |
06 | মোঃ ফরহাদ আলী খাঁন | 2013 | দশম |
ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী মুখ- অতীত
ক্রঃ নং | নাম | SSC পাসের সাল | বর্তমান কর্ম জীবন |
01 | অসিত কুমার সাহা | 1988 | হৃদরোগ বিশেষজ্ঞ |
02 | নিতাই চন্দ্র ইন্দ্র | 1988 | প্রবাসী |
03 | মোঃ ওবায়দুর রহমান | 1989 | প্রফেসর |
04 | মোঃ শাহ আলম খাঁন | 1991 | ব্যাংকার |
05 | মোঃ নুরুল ইসলাম | 1992 | ইউ-পি চেয়ারম্যান |
06 | মোঃ বাবলু মোল্লা | 1993 | মাধ্যমিক শিক্ষক |
07 | রামপ্রসাদ দাস | 1994 | ব্যাংকার |
08 | মোঃ রাসেল মোল্লা | 1995 | ব্যাংকার |
09 | স্বরসতী দেবনাথ | 1996 | প্রাথমিক স্কুল শিক্ষক |
10 | লিয়াকত আলী শরীফ | 1996 | প্রবাসী |
11 | দিলরুবা নাছরিন | 1997 | প্রাথমিক স্কুল শিক্ষক |
12 | মোঃ ইকবাল হোসেন | 1997 |
|
13 | দেবাশীষ দাস | 1998 |
|
14 | মোঃ জাহিদুর রহমান মজুমদার | 1998 |
|
15 | বাসুদেব সাহা | 1999 | এম বি বি এস |
16 | মোহাম্মাদ দুলাল বাওয়ালী | 1999 |
|
17 | গোপীবল্লভ দাস | 2000 | সার্ভিস হোল্ডার- (এম বি এ) |
18 | নন্দ দুলাল ভদ্র | 2001 | ব্যবসায়ী |
19 | লিটন কুমার দাস | 2002 | (প্রতিবন্ধী) সার্ভিস হোল্ডার |
20 | আব্দুল খালেক | 2002 | সার্ভিস হোল্ডার |
21 | মোঃ মেহেদী হাসান জুয়েল | 2003 | এম বি বি এস |
22 | মোঃ কামরুজ্জামান মোল্লা | 2004 |
|
23 | তাপসী চক্রবর্তী | 2005 | প্রাথমিক স্কুল শিক্ষক |
24 | মোঃ আবু তাহের | 2006 |
|
25 | মোঃ মফিজুর রহমান | 2007 |
|
26 | প্রকাশ কুমার বিশ্বাস | 2008 | অধ্যয়নরত |
27 | মোঃ বিকুল মোল্লা | 2009 | অধ্যয়নরত |
28 | মোঃ বকুল মোল্লা | 2009 | অধ্যয়নরত |
29 | মোঃ রবিউল মোল্লা | 2010 | অধ্যয়নরত |
30 | মোঃ শহিদুল শরীফ | 2011 | অধ্যয়নরত |
31 | কাজী আবুল কাশেম | 2012 | অধ্যয়নরত |
32 | শিবাজী হোড় (অয়ন) | 2013 | অধ্যয়নরত |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস