নাম:সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল:১৯৬২
প্রধান শিক্ষক: মো: শাহাবুদ্দিন আহমেদ
সভাপতি:রমেন্দ্রনাথ দত্ত
মোবাইল নং ০১৭১৬৭৬৬৭৪৬
অত্র এলাকার তৎকালিন জোতদার বাবু উপেন্দ্রণাথ দত্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। একই সাথে এলাকার বিশিষ্ঠজনেরা বিশেষ করে জনাব বাহাদুর খান, জনাব গগন মাতুব্ববর, আ: মালেক মোল্যা, গোলাম আলি খান, মোস্তফা কামাল প্রমুখ লোকজন এলাকায় হাই স্কুল স্থাপনের চেষ্টা করেন। তারা বাবু উপেন্দ্রনাথ দত্ত কে জমি দানের কথা বললে বাবু উপেন্দ্রণাথ দত্ত বিদ্যালয়ের নামে ৩.৮১ একর জমি ও গাছ দিয়ে সহযোগিতা করেন। ফলে স্থানীয় লোকজন তাদের সাধ্যমত চেষ্টা করে ১৯৬২ সালে একটি জুনিয়র বিদ্যালয় স্থাপন করেন। এরপর ধিরে ধিরে এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিতা লাভ করে।
ক্র নং | নাম | পদবী |
১ | রমেন্দ্রনাথ দত্ত | সভাপতি |
২ | মো:শের আলি খান | অভিভাবক সদস্য |
৩ | মো:দেলোয়ার হোসেন | " " |
৪ | মো: হাদিস মিয়া | " " |
৫ | মো: আরমান মোল্যা | |
৬ | সবিতা রানী বোস | সংরক্ষিত মহিলা " |
৭ | মো: জহুরুল ফকির | সদস্য |
৮ | অনন্ত কুমার | শিক্ষক প্রকিনিধি |
৯ | মো: আলাউদ্দিন | " " |
১০ | রওশন আরা | " " |
১১ | মো: শাহাবুদ্দিন আহমেদ | সদস্য সচীব |
১২ | ||
১৩ | ||
১৪ | ||
১৫ |
ক্র নং | পাশের বছর | পাশের হার |
১ | ২০০৯ | ৫১.৭২% |
২ | ২০১০ | ৬১.৫৪% |
৩ | ২০১১ | ৮৫.৭১% |
৪ | ২০১২ | ৬৩% |
৫ | ২০১৩ | ৭৭.৫৮% |
১৯৬২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এলাকার প্রান্তীক ও দরিদ্র লোকজনের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। এলাকার ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে অনেক গুরুত্বপূর্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আছেন। সর্বপরি এলাকায় মানুষ আধুনিক ও যুগউপযোগী শিক্ষার সুযোগ পেয়েছে।
দেশের যে সকল বিদ্যালয় সুনামের সাথে কৃতিত্বের দাবিদার সে সকল বিদ্যালয়ের মত একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা।
ফরিদপুর থেকে কানাইপুর বাজার হয়ে খাসকান্দি হয়ে পুটিয়া হয়ে সাড়ুকদিয়া অথবা সালথা উপজেলা থেকে খেয়া ঘাট হয়ে সাড়ুকদিয়া অথবা নকুলহাটি ইউপি বোর্ড অফিস থেকে বোয়ালিয়া বাজার হয়ে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়।
ক্র নং | নাম | শ্রেনী |
১ | কামরুন্নাহার পুতুল | |
২ | নাফিজা আক্তার | |
৩ | রিনা আক্তার | |
৪ | ||
৫ | ||
৬ | ||
৭ | ||
৮ | ||
৯ | ||
১০ | ||
১১ | ||
১২ | ||
১৩ | ||
১৪ | ||
১৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস