বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয়টি কুমার নদীর পাড়ে অবস্থিত
ফরিদপুর জেলাধীন সালথা উপজেলার ০২নং যদুনন্দী ইউপির বড়খাড়দিয়া একটি এতিহ্যবাহী গ্রাম।এত্র গ্রামের মাঝখানে বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬৯ ইং সালে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের উদ্যেগে পতিস্তিত হয়। ১৯৭২ ইং সালে বিদ্যালয়টি জুনিয়ার বিদ্যালয় হিসাবে স্বিকৃতি প্রাপ্ত হয় এবং ১৯৭৪ সালে নবম শ্রেনীর স্বিকৃতি পাই। বিদ্যালয়টি মনোরম পরিবেশে কুমার নদীর দক্ষিন পাড়ে অবস্থিত।
শ্রেনী ছাত্র/ ছাত্রী মোট
৬ষ্ঠ ৫৭ + ৮৩ ১৪০
৭ম ৩৪ + ৭০ ১০৪
৮ম ৩৮ + ৪৬ ৮৪
৯ম ১৮ + ২৪ ৪২
১০ম ২২ + ৩০ ৫২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস