‘Knowledge is power’ নয় ‘Information is power’ - এই নিয়ে বির্তকের কোন অবকাশ নেই। কারন তথ্যই জ্ঞানের উৎস। আর এই তথ্য জানার অধিকার গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের আইনগত অধিকার। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যকে গণমানুষের দোড়গোড়ায় নিয়ে যাবার জন্য কম্পিউটার রচনা করেছে এক সেতু বন্ধন। বাংলাদেশের নিভৃত পল্লীতে বসে কম্পিউটারের বোতাম টিপে আজ আমরা প্রবেশ করতে পারছি তথ্যের মহাসমুদ্রে যা সত্যিই বিস্ময়কর। সোনালী আঁশ সমৃদ্ধ ফরিদপুর জেলার সালথা উপজেলাকে ওয়েব পোর্টালে অর্ন্তভুক্তি তথ্যের মহাযুগে পর্দাপনে একটি ক্ষুদ্র প্রয়াস যা ঐতিহ্যবাহী সালথা উপজেলাকে তুলে ধরবে সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে। শুধু তাই নয় অত্র উপজেলার তৃণমূল জনসাধারণের নিকট তথ্যের আদান প্রদানের মাধ্যমে প্রশাসনের সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস। ওয়েবসাইটটি সমৃদ্ধ করার জন্য সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা ও পরামর্শ আশা করছি।
আমি এই কর্মকান্ডের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
উপজেলা নির্বাহী অফিসার
সালথা, ফরিদপুর।
মোবাইলঃ ০১৭০১৬৭০০২৯
Email: unosaltha@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস