Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

সালথা উপজেলার পটভূমি

 নগর সভ্যতার উষালগ্নে  সালথা (নগরকান্দা) এলাকাটি ছিল একটি জলাভূমি অঞ্চল। কালের পথ-পরিক্রমায় এক সময় এলাকা বসবাস যোগ্য হয়ে উঠে। তখন থেকে নগরকান্দা (সালথা) প্রশাসনিক আওতায় চলে আসে। ব্র্রিটিশ শাসন আমলে অর্থাৎ ১৯০৬ সালে সর্বপ্রথম প্রশাসনিক থানার ছোয়া লাগে বর্তমান নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের অন্তর্গত আইনপুর গ্রামে। স্থানীয় জনসাধারনের অসচেতনতা ও ক্রমাগত নদী ভাংগনের প্রেক্ষিতে উক্ত থানা সদর দপ্তর স্থানান্তর অনিবার্য্য হয়ে পড়ে। তৎকালীন চৌদ্দরশি জমিদারগণ তাদের প্রশাসনিক সুবিধার্থে তাদেরই খাজনা আদায়ের কাচারীর পার্শ্বে বর্তমান নগরকান্দা থানা সদর কার্যালয়ের জন্য জমিদান করেন। ঐ সময়ে পদ্মার তীব্র ভাংগনে ফরিদপুর শহর প্রায় গ্রাস করতে থাকলে সে সময় ব্রিটিশ শাসন কর্তৃপক্ষ জেলা সদর স্থানান্তরের জন্য নগরের এক প্রান্তে নতুন নগর/উপ-নগর প্রতিষ্ঠার পরিকল্পনা করে এবং নগরকান্দাকে বাছাই করে। যদিও তা পরবর্তীতে বাস্তবায়ন হয় নি। এরপর ১৯৮৪ সালে নগরকান্দা উপজেলায় রুপান্তরিত হয়। কালের আবর্তে এবং সময়ের প্রেক্ষিতে নগরকান্দা উপজেলার (০৮) টি ইউনিয়ন পরিষদের  সমন্বয়ে গত ২৪ সেপ্টেম্বর, ২০০৬ খ্রিঃ তারিখে উপ-২/সি-১২/২০০৫/৩৪ নং প্রজ্ঞাপন মূলে সালথা উপজেলা গঠিত হয়। নবসৃষ্ট এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ১৯ নভেম্বর, ২০০৮ খ্রিঃ।