প্রত্যেক জেলা বা অঞ্চলের স্বকীয়তায় আঙ্গিকে বিশেষভাবে স্থানিক বৈশিষ্ট্যমন্ডিত একটি ভাষা থাকে,সেটি কথ্য ভাষা। সাধারণত কথ্যভাষা আঞ্চলিক ভাষানামে পরিচিত।সালথার নিজস্ব বৈশিষ্ট্যমন্ডিত অঞ্চলিক ভাষা থাকলে্ও বাংলা ভাষার সাথে এক তফাৎ সামান্য। ফলে আঞ্চলিক ভাষাকে সাধারণ ভাষাভাষী আগন্তকের কাছে দুর্বোধ্য করে তুলেনি। চট্রগ্রাগ,নোয়াখালী কিংবা সিলেটের আঞ্চলিক ভাসা শুনে সহজে বলা যায়,কোন অঞ্চলের ভাষা কিন্ত সালথার আঞ্চলিক ভাষা দিয়ে এরুপ কোন অনুমান করা যায় না।
সালথার সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
· স্বগীয় ওস্তাদ কানাই লাল শীল, পিতা স্বগীয় আনন্দ শীল, গ্রাম- কড়িয়াল,
· ওস্তাদ মরহুম সাইয়াদুল ইসলামী চৌধুরী, পিতা মৃত- জহুর আলী চৌধুরী,
· প্রখ্যাত গীতিকার, সুরকার, শিল্পী, সাহিত্যিক ও সংগীত পরিচালক গ্রাম- ফুলসুতি,
· স্বগীয় ওস্তাদ অভিনাস চন্দ্র শীল, পিতা মৃত কানাই লাল শীল, বিশ্বের শ্রেষ্ঠ দোতারা বাদক,
· বাংলাদেশ বেতার টেলিভিশন ঢাকা ও রকারেষ্টা, বানিকান্তসাদু, গ্রাম- বাউতিপাড়া।
* সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা উপজেলা শিল্পকলা একাডেমী সালথায় কাজ করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS