Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সালথা উপজেলা পরিষদ উন্নয়ন ও সমন্বয় কমিটির মে/২০১২ মাসের মাসিক সভার কার্যবিবরণীঃ

 

সভাপতি         ঃ জনাব মোঃ দেলোয়ার হোসেন ,চেয়ারম্যান,উপজেলা পরিষদ,সালথা,ফরিদপুর।

সভার তারিখ    ঃ ৩০/০৫/২০১২খ্রিঃ

সভার সময়      ঃ সকাল ১২.০০ ঘটিকা

সভার সহান     ঃ সালথা উপজেলা পরিষদ অসহায়ী কার্যালয়(গট্টি ইউপি কমপ্লেক্সভবন)।

সভায় উপসিহত সদস্যবৃন্দঃ পরিশিষ্ট ‘ক’ ।

 

২।    সভাপতি উপসিহত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরুকরেন । বিগত ০৮/০৪/২০১২ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল/১২ মাসের মাসিক সভার কার্য্যবিবরণী পাঠান্তেউহা দৃঢ়করণ করা হয়।

 

৩।     বিভাগওয়ারী আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ-

 

ক্রঃনং

বিভাগের নাম

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

৩.১

কৃষি বিভাগ

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন যে,তাঁর বিভাগীয় কর্মকান্ড স্বাভাবিকভাবে চলছে । কোন সমস্যা নাই।

-

উপজেলা কৃষি কর্মকর্তা,সালথা

৩.২

প্রকৌশল বিভাগ

উপজেলা প্রকৌশলী, সালথা, ফরিদপুর সভায় জানান যে, তাঁর বিভাগর কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। তিনি জানান বার্ষিক উন্নয়ন কর্মসুচী এডিপি বরাদ্দ ৪১টি প্রকল্পের মধ্যে ৩৮টি প্রকল্পের কাজ শেষ এবং ৩ টি প্রকল্পকাজ বাকী রয়েছে।

-

উপজেলা প্রকৌশলী

৩.৩

খাদ্য বিভাগ

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন যে,তাঁর বিভাগীয় কর্মকান্ড স্বাভাবিকভাবে চলছে । কোন সমস্যা নাই।

-

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

৩.৪

প্রকল্প বাস্তবায়ন বিভাগ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সভায় জানান যে,কাবিখার বরাদ্দকৃত খাদ্যশষ্য দ্বারা নির্ধারিত প্রকল্পে কাজ দ্রুত গতিতে চলছে। কোন সমস্যা নাই।

-

উপঃ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

৩.৫

শিক্ষা বিভাগ

উপজেলা শিক্ষা অফিসার সভায় অবগত করেন যে তাঁর বিভাগীয় কর্মকান্ড স্বাভাবিকভাবে চলছে। কোন সমস্যা নেই।

-

উপজেলা শিক্ষা অফিসার

৩.৬

জনস্বাস্থ্যবিভাগ

উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাসহা) সভায় জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রমস্বাভাবিক ভাবে চলছে। তালিকা পাওয়া গিয়েছে । ইউনিয়ন পরিষদে টিউবওয়েলের টাকা জমা দিবেন।

-

উপঃ সহঃ প্রকৌশলী (জঃস্বা)

৩.৭

সমাজ সেবা অধিদপ্তর

উপজেলা সমাজসেবা কর্মকর্তা,সালথা সভায় জানান যে, তাঁর বিভাগের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। তিনি জানান যে বিভিন্ন ইউনিয়নে প্রতারক চক্র প্রতিবন্ধীদেরকে কার্ড দেয়ার জন্য টাকা নিয়ে প্রতারনা করছেন। বিষয়টি গুরুর্ত্বপূর্ন। এ বিষয়ে সকল ইউপি চেয়ারম্যানগণ কে সতর্ক থাকার অনুরোধ জানান।

এ বিষয়ে সজাগ দৃষ্টি রেখে  প্রতারক চক্রকে চিহ্নিত করার  ব্যবসহা নেয়ার জন্য বলা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা,সালথা

ও ইউপি চেয়ারম্যান গণ

৩.৮

স্বাস্থ্যবিভাগ

উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা জানান যে, আগামী ২/৬/১২খ্রিঃ তারিখে ভিটামিন এ+ক্যাম্পেন শুরু হবে।  এ কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান । তিনি আরও জানান পঃ পঃ কর্মকর্তাগণ স্ব স্ব  কর্মস্থলে অবস্থান করবেন এবং জনগণের সেবা প্রদান করবেন। এর কোন ব্যত্যয় ঘটবে না। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসহকারীকে থাকতে হবে।

পঃ পঃ কর্মকর্তার ০১৭১১৩০৩৯৫৬ নমবরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

উপঃ স্বাসহ্য কর্মকর্তা,

সালথা

চলমানপাতা-২

 

-২-

 

 

৩.৯

মহিলা বিষয়ক অধিদপ্তর

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  সভায় অবগত করেন যে তাঁর বিভাগীয় কর্মকান্ড স্বাভাবিকভাবে চলছে।

-

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সালথা 

৩.১০

বিআর ডিবি

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, তাঁর বিভাগের  কার্যক্রম স্বাভাবিক আছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পে  ইতোমধ্যে গ্রাম নির্বাচন সম্পন্ন হয়েছে।

-

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,সালথা

৩.১১

নির্বাচন অফিস

উপজেলা নির্বাচন অফিসার,সালথা জানান তার বিভাগীয় কর্মকান্ড স্বাভাবিক ভাবে চলছে। সারা বাংলাদেশে ভোটার তালিকা সংশোধন করার লক্ষে হালনাগাদ করার কাজ দ্বীতিয় পর্যায়ে আগামী ৩/৬/১২ তারিখ শুরু হবে। তিনি ভোটার তালিকার কাজে সহযোগিতা করার জন্য ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানান।

ভোটার তালিকা সংশোধনের কাজে সহায়তা করার জন্য ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা করার সিদ্ধান্তগৃহিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার,সালথা

 

 

৪.০।    বিবিধঃ

৪.১

উপজেলা পরিষদ

 উপজেলা প্রকৌশলী, সালথা  অত্র উপজেলা পরিষদের জেনারেটর চালানোর জন্য জ্বালানী তেল বৃদ্ধির জন্য অনুরোধ করেন। তিনি জানান যে জেনারেটর চালানোর জ্বালানী বাবদ প্রতিদিন ১ লিঃ হিসাবে বরাদ্দ প্রদান করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দিনের বেশীর ভাগ সময় অফিস চলাকালীন সময়ে  বিদ্যুৎ না থাকায় কম্পিউটারের কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। সে কারনে প্রতিদিন গড়ে জ্বালানী ১লিঃ এর পরিবর্তে  ৫ লিঃ করার  জন্য অনুরোধ করেন। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং  অফিসের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেনারেটর চালু রাখার স্বার্থে ১ লিঃ এর পরিবর্তে  ৫লিঃ করার প্রস্তাব করা হয়।

 জেনারেটর চালানোর জ্বলানী হিসাবে ১ লিঃ এর পরিবর্তে ৫ লিঃ করার সিদ্ধামত্ম গৃহিত হয়।

চেয়ারম্যান উপজেলা পরিষদ

উপজেলা নির্বাহী অফিসার, সালথা

 
৫।   সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপসিহত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

  (মোঃ দেলোয়ার হোসেন )

         সভাপতি

  উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি

উপজেলা চেয়ারম্যান,সালথা,ফরিদপুর।

 

স্মারক নং উঃ ০৫.৪৭৩.০১১.০০.০০.০০১.২০১২-                                              তারিখঃ   ০৪/০৬/২০১২ খ্রিঃ।

 

          অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ-

 

১।       মাননীয় সংসদ উপনেতা,বাংলাদেশ জাতীয় সাংসদ ও সংসদ সদস্য,নির্বাচনী এলাকা ফরিদপুর-২।

২।       সচিব,সহানীয় সরকার বিভাগ,সহানীয় সরকার,পল­ী উন্নয়ন ও সমবায় মমত্রনালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।

৩।       জেলা প্রশাসক,ফরিদপুর ।

         

          অনুলিপি কার্যার্থেঃ-

৪।       উপজেলা .................................. অফিসার,ফরিদপুর সদর ।

৫।       ভাইস চেয়ারম্যান,(পুরুষ/মহিলা),সালথা উপজেলা,ফরিদপুর।

৬।      চেয়ারম্যান ,........................................ (সকল) ইউপি,ফরিদপুর সদর ।

৭।       অফিস নথি ।

(এস.এম. আব্দুলকাদের)

উপজেলা নির্বাহী অফিসার

সালথা,উপজেলা ,ফরিদপুর।