Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা পরিষদ

এক নজরে উপজেলা পরিষদ

উপজেলা পরিষদ কি?

উপজেলা পরিষদ বাংলাদেশের প্রসাশনিক ব্যবস্থার একটি একক অংশ। একটি উপজেলার প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত পরিষদ উপজেলা পরিষদ নামে পরিচিত।

গঠনঃ

  • উপজেলার প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান
  • উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদপৌরসভার (যদি থাকে) চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকেন।
  • ইউনিয়ন/পৌরসভার মোট সদস্যসংখ্যার এক তৃতীয়াংশ মহিলা আসনের জন্য বরাদ্দ থাকে এবং ইউনিয়ন/পৌরসভার মহিলা সদস্যগণ নিজেদের মধ্য থেকে এই সদস্য নির্বাচন করেন।

মেয়াদকালঃ

উপজেলা পরিষদের মেয়াদকাল মিটিংএর দিন থেকে ৫ বছর। সরকার কর্তৃক মনোনীত একজন সরকারি কর্মকর্তা বা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এই পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সমস্ত নির্বাহী দায়িত্ব পালন করেন।

স্ট্যান্ডিং কমিটিঃ

 সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনার নিমিত্তে উপজেলা পরিষদ ১৭টি বিষয়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করে।এগুলো হলো

  • আইন-শৃঙ্খলা কমিটি
  • যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটি
  • কৃষি ও সেচ কমিটি
  • মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কমিটি
  • প্রাথমিক ও গণশিক্ষা কমিটি
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটি
  • যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি
  • মহিলা ও শিশু উন্নয়ন কমিটি
  • সমাজ কল্যাণ কমিটি
  • মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটি
  • মৎস্য ও প্রাণী সম্পদ কমিটি
  • পল্লী উন্নয়ন ও সমবায় কমিটি
  • সংস্কৃতি কমিটি
  • পরিবেশ ও বন কমিটি
  • বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটি
  • অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ কমিটি
  • জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটি

উপজেলা পরিষদের অন্যান্য কার্যাবলীঃ

উপজেলা পর্যায়ের সমস্ত কার্যাবলীকে মূলত দুইভাগে ভাগ করা হয়। যথাঃ- সংরক্ষিতহস্তান্তরিত

সংরক্ষিত দায়িত্বঃ সংরক্ষিত দায়িত্বের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, দেওয়ানী ও ফৌজদারী বিচার, রাজস্ব প্রশাসন নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, বৃহৎ শিল্প, খনন কার্য এবং খনিজ সম্পদের উন্নয়ন ইত্যাদি দায়িত্ব অন্যতম।

হস্তান্তরিত দায়িত্বঃ হস্তান্তরিত দায়িত্বের মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আন্তঃ উপজেলা সড়ক নির্মাণ ও সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ ও কৃষি উপকরণ সরবরাহ ও সেচ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ব্যবস্থা নিশ্চিতকরণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা প্রণয়ন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত।

** উপজেলা পরিষদ তহবিল সংক্রান্ত সকল বিষয়।
** পরিষদ তহবিল বহির্ভূত ব্যয়ের ক্ষমতা প্রদান সংক্রান্ত।
** ট্যাক্স, রেইটস, টোলস এবং ফিস আরোপের প্রস্তাব।
** উপজেলা পরিষদের বার্ষিক বাজেট, বার্ষিক হিসাব বিবরণী ও সংশোধিত বাজেট।
** উপজেলা পরিষদের ব্যয়ের অডিট।
** পাঁচসালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী করা।
** পরিষদের নিকট  হস্তান্তরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসূচী বাসত্মবায়ন এবং উক্ত দপ্তরের কাজ-কর্ম সমূহের তত্ত্বাবধান ও সমন্বয় করা।
** পরিষদ কর্তৃক কাজ বাস্তবায়নের বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ।
** বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন।

** উপজেলার আইন-শৃঙ্খলা অবস্থা পর্যালোচনা।
** উপজেলার ত্রাণ ও পূণর্বাসন কাজ পর্যালোচনা।
*  উপজেলা পরিষদ কর্তৃক বাসত্মবায়নতব্য কাজের পস্নান এবং এস্টিমেট অনুমোদন।
** বাস্তবায়িত সকল ধরণের উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন।
** পরিষদ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন  পর্যালোচনা।
** জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি।

নাগরিক সেবাঃ

উপজেলা পরিষদ মূলতঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং অন্যান্য অফিস যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা শিক্ষাঅফিস, উপজেলা কৃষি অফিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, উপজেলা সমবায় অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ইত্যাদি অফিসের মাধ্যমে প্রায় সকল ধরণের নাগরিক সেবা দিয়ে থাকে।